প্রশিক্ষণের-বিস্তারিত
Wellcome to National Portal

বাংলাদেশ রেলওয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার


Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ সেপ্টেম্বর ২০১৬

(৩) পরিদর্শকের ক্ষমতা

পরিদর্শকের ক্ষমতা

 

রেলপথ আইন ১৮৯০-এর অধীনে করণীয় কর্তব্য অথবা আরোপিত কর্তৃত্ব বা দায়িত্ব পালনের উদ্দেশ্যে একজন  পরিদর্শক  দমত্মবিধির বিধান অনুসারে  সরকারী কর্মচারী বলিয়া বিবেচিত হইবে  এবং এই আইনের ৫ নং ধারা অনুযায়ী সরকারের নিয়ন্ত্রণাধীনে এই উদ্দেশ্যে নিম্নোক্ত ক্ষমতার অধিকারী হইবেনঃ

         

ক)

যেকোন রেলপথ অথবা রেলগাড়ি বা রেলপথ যানবাহনে প্রবেশ এবং পরিদর্শন;

খ)

রেলপথ প্রশাসনের প্রতি দেওয়া লিখিত আদেশবলে যেকোন রেল কর্মচারীকে তাহার সম্মুখে হাজির হইতে এবং তাহার বিবেচনা মোতাবেক যেকোন রেল কর্মচারী অথবা রেলপথ প্রশাসনের নিকট হইতে যেকোন প্রশ্নের জবাব বা রির্টান দাখিলের নির্দেশ দান করা;

গ)

যেকোন রেলপথ প্রশাসনের নিয়ন্ত্রণাধীনে রক্ষিত যেকোন বহি বা দলিলপত্র, যাহা তিনি পরিদর্শন করা প্রয়োজন বলিয়া মনে করিবেন তাহা দাখিলের নির্দেশ দান করিতে পারিবেন।