বাংলাদেশ রেলওয়ে-গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Wellcome to National Portal

বাংলাদেশ রেলওয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার


Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ ডিসেম্বর ২০২৩

বাংলাদেশ রেলওয়ের ইনভেন্টরি এবং প্রকিউরমেন্ট পলিসি সংক্রান্ত গুরুত্বপূর্ণ হালনাগাদকৃত দলিলপত্র

 

দলিল/পত্র/আদেশ/ফরম সূত্র নং

তারিখ

বিষয়/ বিবরণ

আরপিও নং ২৪০(এ)

০৮ অক্টোবর, ২০০৩

ইমারজেন্সি অবস্থায় ক্রয়/সংগ্রহ সংক্রান্ত রিভাইসড প্রসিডিউর অর্ডার (আরপিও)

আরপিও নং ২৪৬

১৫ মার্চ, ২০২১

স্থানীয়/আন্তর্জাতিক দরপত্র আহবানের ক্ষেত্রে নির্ধারণ এবং আন্তর্জাতিক দরপত্র মূল্যায়নের ক্ষেত্রে পিপিআর, ২০০৮ এর বিধি-৯৮(১৭) অনুসরণ সংক্রান্ত রিভাইসড প্রসিডিউর অর্ডার (আরপিও)

আরপিও ২৪৭-বি

২৮ এপ্রিল, ২০২২

সরঞ্জাম বিভাগের তিনটি ইউনিটের এর ক্রয়/সংগ্রহের প্রাধিকার (Delegation of Procuring Authority) পুনর্বন্টন এবং সকল চাহিদা অনলাইন ওয়েব বেইজড ডাটাবেইজ এপ্লিকেশন সফটওয়্যার Bangladesh Railway Automated Support System (BRASS-I এবং BRASS-II) কেন্দ্রীয় ইনভেন্টরি কন্ট্রোল সেল (আইসিসি) তথা পরিচালক (ইনভেন্টরি কন্ট্রোল), সিআরবি চট্টগ্রাম দপ্তরের প্রতিপাদনের মাধ্যমে ক্রয়/সংগ্রহের পারচেজে ইন্ডেন্ট (পিআই) প্রদান

আরপিও ২৪৯

০১ মার্চ, ২০২২

বাংলাদেশ রেলওয়ের জন্য মজুদী/অমজুদী আইটেমের মজুদ পুনর্ভরণ নীতিমালা হালনাগাদকরণ এবং বাংলাদেশ রেলওয়েতে একটি অত্যাধুনিক (state‑of‑the -art) ইনভেন্টরি এবং প্রকিউরমেন্ট ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে অনলাইন ওয়েববেইজড ডাটাবেইজ এপ্লিকেশন সফটওয়্যার Bangladesh Railway Automated Support System (BRASS-I এবং BRASS-II) ক্রমাগত উন্নয়ন করে  সরঞ্জাম ব্যবস্থানায় প্রযোজ্য সকল ক্ষেত্রে অটোমেশন আনয়ন।

আইসিসি এর পত্র নং ৫৪.০১.১৫০০.৪৬৭.৪১.০০১.২১

১৫ ফেব্রুয়ারি, ২০২২

Bangladesh Railway Automated Support System (BRASS-I এবং BRASS-II) এর মাধ্যমে স্বয়ংক্রিয় ওটিপি এর ভিত্তিতে ডিপো হতে এসআর অনুমোদনে এবং আসিসি হতে পিআই/ এসএমআই/ এমটিআই অনুমোদন ও ক্রয় দপ্তরে অনলাইনে পিআই প্রেরণ সংক্রান্ত অভ্যন্তরীণ প্রসিডিউর অর্ডার (এলপিও)।

 আইসিসি এর পত্র নং ৫৪.০১.১৫০০.৪৬৭.৪১.০০১.২১-০৫

১১ জানুয়ারি, ২০২২

Bangladesh Railway Automated Support System (BRASS-I এবং BRASS-II) এ সংশ্লিষ্ট ডিপো/দপ্তর কর্তৃক নিয়মিতভাবে ডাটা এন্ট্রি প্রদান এবং হালনাগাদকরণ সংক্রান্ত  অভ্যন্তরীণ প্রসিডিউর অর্ডার (এলপিও)।brass

সিসিএস এর পত্র নং ৫৪.০১.১৫৪৩.৪৫২.০৭.০০১.২১-০১

২৫ ফেব্রুয়ারি, ২০২১

ডিজেল যন্ত্রাংশের ন্যায় নন-ডিজেল আইটেমের জন্য Bangladesh Railway Automated Support System (BRASS-II) চালুকরণ আদেশ।

বিআর ইনভেন্টরি ব্যবস্থাপনা সংক্রান্ত হালনাগাদকৃত ফরমসমূহ

(ভারসন-ফরমস/আইসিসি/২০২২)

২৬ মার্চ,  ২০২২

আরপিও ২৪৯ অনুযায়ী বাংলাদেশ রেলওয়ের ইনভেন্টরি ব্যবস্থাপনায় ব্যবহাার্য এবং আইসিসি কর্তৃক হালনাগাদকৃত ফরমসমূহ

সিসিএস এর পত্র নং

৫৪.০১.১৫০০.১১৭.২২.০০২.২২-০১

২৪ নভেম্বর, ২০২২ সরঞ্জাম নিয়ন্ত্রক (পূর্ব) দপ্তরের ক্রয়/সংগ্রহ সংক্রান্ত চুক্তিপত্রের ব্যবস্থাপনা (সরবরাহ, পরিদর্শন, বিলম্ব নিরসন, সরবরাহসীমা, মূল্য পরিশোধ ইত্যাদি) সংক্রান্ত প্রসিডিউর অর্ডার।
৫৪.০০.০০০০.০০৭.১৮.০০৬.২৩.১০৪ ১৩ ফ্রেবুয়ারি, ২০২৩

বাংলাদেশ রেলওয়ের মূলধনী অনিশ্চিত হিসাবের আওতায় “স্টোর পারচেজ রেলওয়ে “ শীর্ষক খাত হতে ক্রয়/সংগ্রহে সরঞ্জাম বিভাগের কেন্দ্রীয় ইউনিট (সিসিএস) ও আঞ্চলিক ইউনিট [সিওএস (পূর্ব ও পশ্চিম)] কে ক্ষমতায়ন সংক্রান্ত সরকারি আদেশ।

আরপিও ২৫০ ০১ জুন, ২০২৩ ডিজেল যন্ত্রাংশের সারপ্লাস/অপ্রচলিত আইটেম নিষ্পত্তি সংক্রান্ত সার্ভে কমিটি গঠন, প্রক্রিয়াকরণ সংক্রান্ত পূর্ণাঙ্গ প্রসিডিউর অর্ডার। 

নং- ৫৪.০১.১৫০০.৪৬৭.২২.০০১.২২-১৫৩ 

২৫ জুলাই, ২০২৩

ডিজেল যন্ত্রাংশের সারপ্লাস/অপ্রচলিত আইটেম নিষ্পত্তি সংক্রান্ত স্থায়ী সার্ভে কমিটি গঠন আদেশ।

আরপিও ২৪৭-সি ১৮ ডিসেম্বর, ২০২৩ ক্রয়/সংগ্রহের প্রাধিকার (Delegation of Procuring Authority) পুনর্বন্টনসহ ডিজেল বা নন-ডিজেল সকল মজুদ পুনর্ভরণ চাহিদা (এসআর/পিআই) এবং অমজুদী দফার বিশেষ চাহিদাপত্র সংশ্রিষ্ট ডিপোর মাধ্যমে কেন্দ্রিয় ইনভেন্টরি কন্ট্রোল দপ্তরের প্রতিপাদনের মাধ্যমে ক্রয়/ সংগ্রহ প্রসঙ্গে।